মাতৃভাষা অমূল্য ধন
অজিত কুমার কর


মাতৃভাষার মূল্য যে কী
বোঝে না যে অবোধ সে
মাকে স্বীকার যে করে না
পৃথিবীতে অধম সে।


শত্রুরা চায় কেড়ে নিতে
ওরা ভীষণ স্বার্থপর
নয়কো ওরা মানবপ্রেমিক
হিংস্র বলেই উঠল ঝড়।


মা'র বাসনা পূরণ করা
সকল সন্তানেরই কাজ
তাতে রক্ত ঝরতে পারে
তবুও পরে সেনার সাজ।


তাই একুশে ফেব্রুয়ারি
অকাতরে হয় শহিদ
শোকাচ্ছন্ন সারাটা দেশ
উবে গেল রাতের নিদ।


শ্রদ্ধা জানাই স্মরণ করি
আমরা নতমস্তকে
ওদের কীর্তি লিপিবদ্ধ
দেশের পাঠ্যপুস্তকে।


© অজিত কুমার কর