আষাঢ় এলো বঙ্গে একা বৃষ্টি গেলো কই
মেঘপরি তুই কোথায় গেলি, তাঁর বিরহে রই।
রৌদ্রতাপে বেজায় কাহিল চাই রসাল আম
কতদিন যে খাইনি তেমন ভ্রমরকালো জাম।


ভিজতে বড় ইচ্ছে করে পাই না আদৌ ভয়
তোরই কাছে খবর পাবো প্রিয়া কোথায় রয়।
যখন এসব ভাবছি আমি মুখ লুকালো রোদ
হিমের পরশ লাগলো গায়ে, রাখলি অনুরোধ।


প্রিয়ার  জন্য যক্ষ যেমন মেঘের কৃপা চায়
যাবার সময় সে যেন তার বার্তা নিয়ে যায়।
কৃপা দৃষ্টি কখন দিবি ভাঙনা রে তোর পণ
খবরটুকু পৌঁছে দে-না, উন্মনা আজ মন।


ডাক দিলে ঠিক দেবো সাড়া নেইকো চোখে ঘুম
কোন অলকায় প্রিয়া আমার কপালে কুমকুম।
আশায় আশায় প্রহর কাটে রাত্রিও হয় ভোর
জানালি না কত দিনে সময় হবে তোর।