মেনো না নিদান
অজিত কুমার কর


প্রত্যহ দেখি অঙ্গে শুভ্র বাস
ক'রছ না কেন রঙিন ফুলের চাষ?
জীবন একটা করো তাকে উপভোগ
সময় রয়েছে হারিয়ো না এ সুযোগ।


এ নিদান তুমি নাও তো মানতে পারো
পুরুষসমাজ বলবে না তুমি ছাড়ো।
লোলুপ দৃষ্টি নিভৃতে আসবে দ্বারে
যতদিন প্রাণ যাবে ওরা বারেবারে।


দৃষ্টিভঙ্গি এবার বদল করো
মর্জিমাফিক রংচঙে শাড়ি পরো।
বউ মারা গেলে ওরা তো বিপত্নীক
বেশবাস থাকে আগের মতই ঠিক!


হাজারো নিষেধ নারীর উপরে জারি
মেনো না মেনো না ওদের খবরদারি।
পুরুষতন্ত্র এখনও অটুঠ দেশে
নিয়মকানুন সব বড় একপেশে।


পাখির মতোই ডানা মেলে তুমি ওড়ো
আশ্রয় পাবে বইলে বাতাস ঝোড়ো।
জননী, প্রকৃতি সর্বদা থাকে পাশে
সকল জীবকে চিরকাল ভালোবাসে।


© অজিত কুমার কর