মিতা


আঁধার রাতের মিতা
দিন রবি-পরিণীতা
গোধূলি তো মিলনের ক্ষণ,
দিন যায় রাত আসে
বিধুমুখী দেখে হাসে
পৃথিবীতে তোলে আলোড়ন।


জোনাকিরা দীপ জ্বালে
যেটুকু পারে তা ঢালে
পথিকের কেটে যায় ভয়,
কোথায় কীভাবে থাকে
ঠিকানা কেউ কি রাখে
পথে আজ হল পরিচয়।


@অজিত কুমার কর