মোহভঙ্গ


জেনেও যদি না-জানার ভান করো
কোনটা সত্যি বুঝব কেমন করে
তাইতো আমি মুখ ফিরিয়ে থাকি
পুরুষের কি অশ্রু পড়ে ঝরে?


খোলা আকাশ উড়ে বেড়ায় পাখি
কখন কোথায় কোন ডালে সে বসে
সে খবর তো কেবল পাখিই জানে
জীবনটা সে কাটায় রসেবশে।


তুমি কি আর আমার খবর রাখো
অত সময় আছে বা নেই কাছে
ইচ্ছে করেই এড়িয়ে চলি আমি
বিব্রত হও দেখে আমায় পাছে।


সমস্ত ভুল আমার, ভাবতে পারো
একবারও কি ভেবেছ আনমনে
কোথায় গেল তোমার প্রতিশ্রুতি
কাটুক জীবন অমেয় নন্দনে।


##অজিত কুমার কর