মহাবিস্ময় বিদ্যাসাগর


                                আমরা তোমার শিষ্য।
তোমার আলোকে আলোকিত হল সারাটা ভারত বিশ্ব।
                সাগর ব্যতীত জীবন অচল
                কালিমায় ভরা এই ধরাতল
যুক্তিবিহীন লোকাচারে বাঁধা হৃদয়বিদারী দৃশ্য।
সমাজবিধির সংস্কারভার আপনি নিলেন স্কন্ধে
                 দুঃসহ ব্যথা যত বিধবার
               রোজ নিরামিষ আহার বিহার
মানবিক মনে ওঠে আলোড়ন, ফিরাতেই হবে ছন্দে।


যাদের কবলে ক্ষমতার রাশ, সমাজের উপদেষ্টা
               শাস্ত্রবিধির কঠোর শাসন
              খন্ডাতে হবে তাঁরেই  এখন
সত্য কোথায় লুকিয়ে রয়েছে অবিরাম চলে চেষ্টা।
পরাশরে আছে লিখিত বয়ান বিধবাবিবাহ সিদ্ধ
             বিল হল পাস আইনসভায়
              এই সুখবর ছড়ায় ত্বরায়
তবু বিষাক্ত বিদ্রুপবাণ তোমারে করেছে বিদ্ধ।


পিছিয়ে রয়েছে নারীরা তখন তাই চাই আগে শিক্ষা
              জ্ঞানের মুকুল হবে বিকশিত
             নারীর শিক্ষা!, পিতারাও ভীত
বুঝিয়েসুঝিয়ে প্রভাব খাটানো সুকঠিন সে পরীক্ষা।
পরাধীন দেশে আমজনতার স্বাধীন চেতনার লুপ্ত
           যা কিছু ভাবনা মননে তোমার
            যুক্তিতে তুমি ছিলে ক্ষুরধার
  খণ্ডালে তুমি ভ্রান্ত ধারণা সমাজ কালিমামুক্ত।


বাল্যবিবাহ কিছুতেই নয় কিশোরীর কত কষ্ট
            শরীর গঠন হয়নি যাদের
           কুসুমকোমল হৃদয় তাদের
কেন এ পীড়ন ওদের ওপর বলেছিলে তুমি স্পষ্ট।
   নারীরা কি শুধু ভোগের বস্তু সমাজ খঞ্জ অন্ধ
             প্রতিবাদে তুমি একাই মুখর
              প্রতিহত হলো ধাবমান শর
  একদিনে নয় সময়ের সাথে অনাচার হবে বন্ধ।


   কী অপরিসীম ইচ্ছাশক্তি বাছা অমূলক ধর্ম
             করোনি কখনো ধর্ম বিচার
            হৃদয় তোমার করুণা আধার
লক্ষ্য তোমার একেবারে স্থির মানবসেবাই কর্ম।
  স্বজন তোমার জনসাধারণ অদৃশ্য যোগসূত্র
         জ্ঞানীগুণীরাও বোঝেনি তোমাকে
            সাধ্য কার যে সূর্যকে ঢাকে
অপরাধী হলে শাস্তি পাবেই হলেও সেজন পুত্র।


ভিতরে তোমার অদম্য তেজ সূর্যের মত দ্বীপ্তি
         চিরকাল তুমি বিতরিবে আলো
       তুমিতো চেয়েছে সকলের ভালো
তোমারে পেয়েছি এটাই গর্ব অন্তরে পরিতৃপ্তি।
  ধন্য বাঙালি ধন্য ভারত তুমি এক মহা রত্ন
                 বজ্রকঠিন লৌহমানব
               সকল বিঘ্ন মানে পরাভব
ভুলিনি আমরা ভুলবে না কেউ নিরাকার এক প্রত্ন।


©#অজিত কুমার কর