*
  আম খেয়েছে রাজামশায় আমজনতা চুষছে আঁটি
গলদ কথা নয়কো মোটে পুরো ষোলোআনাই খাঁটি।
              সেই আঁটিতে চারা গজায়
              তখন তারা ভেঁপু বাজায়
  তাইনা দেখে রাজাবাবুর বিকশিত দাঁতের পাটি।


   ওইটুকুনি পাবার আশায় ছুটছে পিছু দলে দলে
ভেলকিবাজি লুকিয়ে আছে অন্তরালে খুড়োর কলে।
               কারো কিছু প্রাপ্তি ঘটে
              কেউবা জড়ায় ঘূর্ণি জটে
  কুহকিনী আশার ফাঁদে স্বপ্ন ডোবে অথই জলে।