মোহময়ী শর্বরী
অজিত কুমার কর


রাতকে দেখার ইচ্ছেটুকুকে ঘুম এসে কেড়ে নেয়
বন্ধু পাখিরা প্রভাতের আগে আমাকে জাগিয়ে দেয়।
ভালো লাগে খুব কোলাহলহীন রাত্রির নীরবতা
গাঁ-র রাস্তায় খালি পায়ে হাঁটি, দারুণ অভিজ্ঞতা।


একটা গাছেই হাজার পাখির নিশীথে অবস্থান
সুপ্তিতে ওরা এখন সবাই, মৌনতা টানটান।
নিশাচর পেঁচা, বাদুড় আঁধারে করে খাদ্যের খোঁজ
নিশি অবসানে বাদুড়ের দল দোল খায় ডালে রোজ।


জোনাকিরা পথ দেখায় আমাকে ঝিল্লি গান শোনায়
নিত্যরাতের সঙ্গী ওরাই মন ভরে গরিমায়।
পথের কুকুর ঘেউ ঘেউ করে দেখলে আগন্তুক
পাশ দিয়ে গেলে উদ্বেগহীন তখন সকলে মূক।


ঝুরুঝুরু ঝরে শিরীষ-শেফালি সুরভিত সমীরণ
সুগন্ধি ফুল হিজল-বকুলে বিমোহিত তনুমন।
রাতের শিশির পাতা থেকে ঝরে মাটিতেই টুপটুপ
আমার দুচোখে প্রতিটা রাত্রি সত্যি কী অপরূপ।


হারিয়ে যায়নি শৃগাল এখনও শোনা যায় হাঁকডাক
প্রকৃতির বুকে মানুষের মতো চিরদিন বেঁচে থাক।
আঁকাবাঁকা পথে হেলেদুলে যায় কত বিষধর সাপ
ওদের দেখলে থমকে দাঁড়াই পড়ে রয় পথে ছাপ।


© অজিত কুমার কর