*              মহান তীর্থ
           অজিত কুমার কর


     দক্ষিণেশ্বর মহান তীর্থ
                ও' চত্বরে ভীষণ ভিড়
দাঁড়িয়ে আছি অনেক পিছে
                তবু আমি শান্ত স্থির।
        সন্দর্শনে সিদ্ধিলাভ
        পাদস্পর্শে মোক্ষলাভ
গেটের কাছে পৌঁছে গেছি
                ওই দেখা যায় গঙ্গাতীর
                     লাগছে গায়ে হিম-সমীর।


হাতে আমার জবার মালা
                মায়ের পায়ে আমার মন
কাছে যদি না যেতে দেয়
               ভাবছি কেবল তাই এখন।
        মা'র পছন্দ জবাফুল
        অর্ঘ্য দিতে প্রাণ ব্যাকুল
  হাতের মালা রইল হাতে
               নিকটে মা'র যাই যখন
                     আমাতে আর নেই তখন।