*               মোমবাতি-বিলাপ
                 অজিত কুমার কর


  তোর বিরহে চুপটি করে কী করে রই বল
  যোগসূত্র যাচ্ছে পুড়ে তাই তো ঝরে জল।
           ভুবন ভরাস আলো দিয়ে
           আমিও দিই হাত বাড়িয়ে
   আমাদের এই ভালবাসা পবিত্র উজ্জ্বল
  অঙ্গীকার কি ভুলতে পারি জানে ভূমন্ডল।


    জন্মদিনে হাসি ফোটাস পরম শুভক্ষণ
  এক ফুঁয়ে সব নিবিয়ে দিলে আনন্দ তখন।
             মিছিলে রই সবার হাতে
                নীরবতা স্তব্ধ রাতে
  প্রতিবাদের প্রতীক হলে জাগবে প্রশাসন
  তখনো যায় হৃদয় পুড়ে, তবু জুড়ায় মন।