মনে রং বনে রং


কে লাগাল এমন আগুন ফাগুনে
গুটিগুটি এগিয়ে গেলাম পা গুনে
চল আমরা নদীতে যাই
ঝাঁপ দিয়ো না আগুনে
তাকালেই না রইলে বসে না শুনে।


আসবে বনে বলোনি তো সকালে
না জানিয়ে এলে কখন বিকালে?
হাসলে তোমার টোল পড়ে তো
রক্তরাঙা দু' গালে
গোধূলিতে হৃদয় আমার রাঙালে।


রঙের মেলা তোমার পরা দুকূলে
কৃষ্ণচূড়ায় রং ছিটাল কে গুলে?
রং লেগেছে পলাশ বনে
রং লেগেছে শিমুলে
গাঁথছি মালাএকটিও ফুল না তুলে।


বিনি সুতোয় বিনি ফুলের এ মালা
পরিয়ে দিলাম তোমার গলায় ও' বালা
ও' জোনাকি নামল আঁধার
সন্ধ্যাপ্রদীপ নে জ্বালা
জোনাক-আলোয় উঠল ভরে দো-চালা।


@অজিত কুমার কর