মুছে গেল পলাশের রং
অজিত কুমার কর


ঋতুরাজ বসন্তের অতুল সম্ভার
ডালে ডালে প্রস্ফুটিত শাল্মলি কিংশুক
বিহঙ্গের কলগান দক্ষিণা মৌসুমী
প্রিয়তি কখন আসে রয়েছি উৎসুক।


হাতের বাঁশিটা যেন ভুলে গেছে সুর
পশ্চিম দিগন্তে সূর্য আলো অতি ক্ষীণ
নীড়ে ফেরা পাখিদের কিচিরমিচির
থেমে যাবে কলরব ফুরোলেই দিন।


তীরে ভেড়া তরি থেকে নেমে গেল সব
রঙিন গোধূলি দেখি ধীরে ধীরে ম্লান
অন্ধকারে ডুব দিল সারাটা অঞ্চল
আমার প্রত্যাশাটুকু হল খানখান।


© অজিত কুমার কর