মুক্তির উপায়
অজিত কুমার কর


ওহে বান্দা শুধু ধান্দা ক্ষমতা ও বিত্ত
স্বর্গে যাবে শান্তি পাবে শুদ্ধ করো চিত্ত।
স্তন্যপায়ী স্বল্পস্থায়ী ভজ দিবারাত্র
তা না হলে শ্রম জলে শূন্য পুণ্যপাত্র।


আসি একা হল দেখা পাশে মাতা পিতা
কন্যা পুত্র যোগসূত্র  সঙ্গে পরিণীতা।
হাসো হাসো ভালোবাসো প্রেম চিরন্তন
অহৈতুকী হলে সুখী যা অমূল্য ধন।


ধারে ভারে ব্যবহারে সভ্য বলে গণ্য
হিংসা দ্বেষ বৃদ্ধি ক্লেশ হুঁশ ছাড়া বন্য।
ভূমণ্ডলে জলে স্থলে প্রাণী ও উদ্ভিদ
শুদ্ধ বায়ু বৃদ্ধি আয়ু বিশ্বস্ত সুহৃদ।


মুক্তমনে দুঃখীজনে অন্ন-বস্ত্র দাও
মনে স্ফূর্তি সৌম্যমূর্তি অধিক কী চাও?
স্বার্থপর অনাদর নিম্নমুখী শির
স্বচ্ছ থাকো মেরো নাকো নিজ বক্ষে তির!


রামকৃষ্ণ রাধা কৃষ্ণ ওরা পথিকৃৎ
ছলাকলা মেনে চলা অবশ্য উচিত।
পাবে পাবে মিলে যাবে প্রত্যাশিত জয়
পরিশেষে হেসে হেসে মাটিতে আশ্রয়।


© অজিত কুমার কর