ম্যাড়ম্যাড়ে শৈশব
অজিত কুমার কর


বন্ধ এখন শিশুর খেলা
শুধুই পড়া রোজ দু'বেলা
ওতে তো মন নাই,
চলছে পড়া অনলাইনে
বোতাম টিপে ওয়েব চিনে
ভাল্লাগে না ছাই!


ঘন্টাখানেক দেয় বিরতি
আহার সারে কোমলমতি
ওটুকুই তো ফাঁক,
এসো এসো সময় হলো
শিশুর চক্ষু ছলোছলো
জননী দেয় ডাক।


আলমারিতে পুতুল তোলা
তালাচাবি হয় না খোলা
শিশুর মনটা ভার,
পাঠশালা যে খুলবে কবে
খেলার সাথি মিলবে তবে
ওই দায়িত্ব কার?


© অজিত কুমার কর