নদীর কাছে রত্ন আছে
অজিত কুমার কর


নদীর বুকে রত্ন আছে কত
করছে চুরি পারছে যারা যত
ওই রত্নে সবার অধিকার
বঞ্চিতরা করুক হাহাকার।


মা সকলের, ধরার যত নদী
লালন করে যত্ন সহকারে
আজন্ম মা ছুটছে নিরবধি
কারণ জানি, সাগর ডাকে তাঁরে।


জলের আর এক নাম জীবন
জল বিহনে বিবশ তনু মন
বর্ষাকালে নদী ছলাৎছল
ভাঙে আবার জোগায় মনোবল।


© অজিত কুমার কর