নাগালে আকাশ নাগালে সাগর
অজিত কুমার কর


হাত বাড়ালে আকাশ,
সাগরও নয় দূরে
বাঁধা আছে পানসি ঘাটে
থাকি পাহাড়-চূড়ে।
আকাশ পাখি অরণ্যানী
সাগর হৃদয় জুড়ে।


ছিপ দিয়ে মাছ ধরি
বারান্দাতে বসে
হ্যাঁচকা টানে মাছ তুলে নিই
একটু অংক কষে।
সবকিছু ও' লক্ষ্য রাখে
বিভোর কাব্যরসে।


থাকে চেয়ার পাতা
খাতা কলম হাতে
লেখা হলেই শোনায় আমায়
বাস্তবতা তাতে।
কখনও বা গীটার নিয়ে
সুর সাধনায় মাতে।


নৌকা ভাসাই জলে
ছলকে ওঠে হাসি
সাগর-নীলে মন রাঙিয়ে
আবার ফিরে আসি।
চোখের ভাষায় বুঝিয়ে দিই
কেমন ভালোবাসি।