গীতিকবিতা : নাইতে যাব, আয়
অজিত কুমার কর


ও রাধিকা কোথায় গেলি নাইতে যাব আয়
ওরে    খবর পেলাম বান এসেছে এখন যমুনায়।
আমি    তোকে ছাড়া চাই না যেতে আছে অন্তরায়
ওরে    কান পেতে শোন বাঁশি বাজায় রসিক শ্যামরায়।
আমরা    সেজেগুজে বসে আছি তোরই প্রতীক্ষায়
    কী কাজে তুই ব্যস্ত এখন, সময় বয়ে যায়।
জানি    লাজলজ্জা নারীর ভূষণ মুখ ঢেকে তুই আয়
সখী    দেরি মোটেও করিস না রে মিথ্যে দোটানায়।


© অজিত কুমার কর