নামল অঝোর বৃষ্টি
অজিত কুমার কর


তেমন বৃষ্টি হল কোথায় গা ভিজেছে মন ভেজেনি
আষাঢ় মাস তো ফুরিয়ে এল একদিনও সেই মেঘ জমেনি।
পুকুরের জল তলানিতে মাঠ যেন থর মরুভূমি
শুকিয়ে গেছে পাট কচিধান, কোথায় গেলে ও' মৌসুমী।


বৃষ্টি হলে উঠত ডাঙায় কই ও মাগুর উজান বেয়ে
হাপিত্যেশ করছি ঘরে জমছে না মেঘ আকাশ ছেয়ে।
মুশলধারায় বৃষ্টি হলে মিলে যেত একটা ছুটি
নৌকা তৈরির সুযোগ পেতাম আমরা দস্যি গাঙবিছুটি।


রোজ রোজ ভাত খাচ্ছি মুড়ি গরমে কী হয় খিঁচুড়ি
দুফোঁটা না বৃষ্টি হলে কেমন করে বায়না জুড়ি।
এসব ইচ্ছা ঘুরপাক খায় দাবদাহে গুমরে মরে
মা যখন যায় গোয়ালঘরে আমিও যাই আঁচল ধরে।


আজ রবিবার তাই নিস্তার ভাবছি দেব ব্যাঙের বিয়ে
কলের জলেই চান করাব 'আইবুড়োভাত' কেঁচো দিয়ে।
শাঁখ বাজাবে দিদি আমার আমিই দেব উলুধ্বনি
মন্ত্র পড়া শেষ না হতেই বৃষ্টি নামল ঠিক তখনই।


ঘন্টাদুয়েক ঝরল টানা জমে গেল জল উঠোনে
কাগজ-নৌকা ভাসিয়ে দিলাম রেখেছিলাম ঘরের কোণে।
'বরুণদেবের ঘুম ভেঙেছে তোদের শাঁখের শব্দ শুনে'
ছ্যাঁক করে এক শব্দ হল ভাতের হাঁড়ির ফেন উনুনে।


© অজিত কুমার কর