নশ্বর জীবন
অজিত কুমার কর


ঝরেছে শিমুল-কুসুম-পলাশ
সমীরণে কাঁপে শুধু কিশলয়
পুরোনো বছর বিষন্ন খুব
বসন্ত শেষে কোথা আশ্রয়?


শুরু আছে যার আছে অন্তিম
জীবদ্দশায় দিতে চায় সব
হাসি ফোটাতেই নিয়ত ব্যস্ত
রবে অমলিন গাথা-গৌরব।

আলস্য নয় অবিরাম কাজ
ঘড়ির কাঁটারা যা বলে তা ঠিক
গতি কমালেই পড়বে পিছিয়ে
ঘটবে না ঘটনা অলৌকিক।


ঝড়-ঝঞ্ঝায় আপদ-বিপদে
সহিষ্ণুতাই বিপত্তারণ
দুঃখকে জয় করার জন্য
মৃত্যুর আগে চেয়ো না মরণ।


বপন করো না হতাশার বীজ
জন্মাবে তবে শুধুই আগাছা
যদি বাসা বাঁধে হৃদয়ে নিরাশা
তাকে তো বলে না ভালোভাবে বাঁচা।


© অজিত কুমার কর