নাতনির ফরমাশ
অজিত কুমার কর

অবিরাম টুপটাপ
মিলেছে এ অবকাশ
চুমুক কফির কাপে
একেবারে বিন্দাস।

ঘরের পাশেই ডোবা
পাতিহাঁস দেয় খুব
কিনারে ডাহুক দুটো
গুবগুব গুবগুব।

পড়া ছেড়ে নাতনিটি
করে এসে আবদার
এঁকে দাও ছবি ওই
মাছরাঙা পাখিটার।

কী দিয়ে আঁকব ছবি?
দিল খাতা পেনসিল
ওরে, জল-রং চাই
তা না হলে মুশকিল।

পেন্সিলে আঁক আগে
অগত্যা করি তাই
কী দিদি হয়েছে তো
হাসতেই চুমু খাই।

© অজিত কুমার কর