নেই ছুটি
অজিত কুমার কর


মেলে সবার ছুটি
ঝুপড়িতে রই দুটি
আমি হলাম কাজের মেয়ে
সবার তরি চলছি বেয়ে
কত কথাই শুনিয়ে দেবে
হলেই একটু ত্রুটি।


বাইরে কোথাও গেলে
তখন ছুটি মেলে
ফিরে এসে খাটিয়ে নেবে
তবেই পুরো মাইনে দেবে
ট্যাঁ ফোঁ করার জো নেই মোটেও
গরল দেবে গেলে।


মেয়েটা রয় ঘরে
আমার অশ্রু ঝরে
নিয়ে এলেই রাগ দেখাবে
কাঁদলে পরে ধমক খাবে
ক্ষোভের আগুন চেপে রাখি
প্রকাশ অগোচরে।


যাদের টানাটানি
তাঁরা কেবল প্রাণী
মানুষ বলে ভাবতে নারাজ
সহ্য করে রোজ করি কাজ
দশভুজা দেখছে কি সব
টানছি কেমন ঘানি।


© অজিত কুমার কর