নিবিড় সম্পর্ক
অজিত কুমার কর


মা পেয়েছি ভাগ্যবলে
জন্মেছি এই বঙ্গে
কোথাও গেলে আঁচলে টান
যাবই আমি সঙ্গে।


বিরক্তি নেই একটুও মা'র
হয় না মোটেও ক্রুদ্ধ
সর্বদা মা'র প্রশান্ত মুখ
যেন গৌতম বুদ্ধ।


চোখের আড়াল হলেই জুড়ি
তারস্বরে কান্না
কোথায় গেল আমায় ছেড়ে
করছে না তো রান্না।


যতক্ষণ না ফিরছে ঘরে
কেঁদে কেঁদে ক্লান্ত
কোলে নিয়ে করলে আদর
তবেই আমি শান্ত।


© অজিত কুমার কর