নিদারুণ শূন্যতা
অজিত কুমার কর


দূরে যারা দাঁড়িয়ে আছ সামনে চলে এসো
সারিবদ্ধ হয়ে দাঁড়াও করো দৃষ্টিপাত
এমনই এক শ্রাবণ-দিনে স্বর্গে গেলেন উনি
খবর শুনে বিশ্ববাসীর, শুরু অশ্রুপাত ।


রবীন্দ্রনাথ প্রাণের কবি বিশ্বে সমাদৃত
গানের সুরে মানুষ ভোলে দুঃখ অভিমান
ছত্রে ছত্রে প্রেমের পরশ সবাই অভিভূত
সংকলিত আকর গ্রন্থ তাঁর গীতবিতান।


'মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি'
ভোলেনি কেউ ভুলবে না তা অমর সৃষ্টি তাঁর'
অবিশ্রান্ত বৃষ্টিধারায় যখন উঠোন ভরে
কাগজ-নৌকা আজও ভাসায় এগোয় চমৎকার।


বাদলদিনে আজও থাকে হাতে সঞ্চয়িতা
কখন সন্ধ্যা ঘনিয়ে আসে ‌পায় না তা কেউ টের
বৃষ্টি, সাথে হাওয়ার দাপট চাঁপার গন্ধ ভাসে
জোনাকিরা জোগায় তখন আলোক আমাদের।


এখন বৃষ্টি পড়ছে না আর চাঁদের উঁকিঝুঁকি
মেঘপরিদের পাখনাগুলো রঙিন জোছনায়
মস্তবড় সাদা পেঁচা, যে থাকে বটগাছে
আলোতে তাঁর বিরক্তি খুব সে তো আঁধার চায়।


ভাবতে ভাবতে ফিরে গেছি অতীতের সেই দিনে
জোড়াসাঁকো স্তব্ধ পুরো খাঁ খাঁ শূন্য ঘর
বিষণ্ণতা চোখেমুখে মিলবে না তাঁর দেখা
আমার মতোই ব্যথায় ক্লিষ্ট বিশ্ব চরাচর।


© অজিত কুমার কর