নিন্দনীয় কাজ
অজিত কুমার কর
নাম ধরে কেউ ডাকল আমায় পরে হ্যাঁচকা টান
বলে দিলাম উঠব না আজ আমার অভিমান।
কেন-কেন কী হল তোর, কার ওপরে রাগ?
দেখনা চেয়ে চিনতে পারবি জাগ এবারে জাগ।
অনিচ্ছাতেও চেয়ে দেখি, দেখেই হতবাক
আমার প্রিয় কাজী নজরুল নেই তাই হাঁকডাক।
উঠেই আগে প্রণাম করি দুই পা ছুঁয়ে তাঁর
আশিস ছাড়া কবির কাছে চাইনি কিছুই আর।
যে জন্য আজ নেমে আসা বলছি তবে শোন
আমার গানের শ্রাদ্ধ করল রহমান এক কোন।
যে গান শুনে ব্রিটিশদেরও ধরতো দেহে কাঁপ
এলোমেলো কী সুর করলো, কোথায় মেধার ছাপ।
'আমার নিন্দা পৌঁছবে না তোরাই নিন্দা কর'
কথা দিলাম কবিকে তাই, 'ছুঁড়ব আখর-শর'
মানবিকবোধ হারিয়ে গেছে হারিয়ে গেছে হুঁশ
শ্রী বা ভূষণ পেয়ে গেলেই হয় না সে মানুষ।
ছাড়পত্র পায় কীভাবে কারা এসব দেয়
তাঁরা জ্ঞানীগুণী মানুষ, কীভাবে মেনে নেয়!
অবিলম্বে নিষিদ্ধ হোক ছবির প্রদর্শন
দুমড়েমুচড়ে দিলে তোমরা বাঙালীদের মন।
প্রভাত হবার অনেক আগেই কবি নিরুদ্দেশ
বিছানাতে বসে চলে আমার হাপিত্যেশ।
কেমন করে গাইলে তুমি এরকম সংগীত!
নিন্দা করছি তীব্রভাবে, কাজটা অনুচিত।
© অজিত কুমার কর