নিপাট সত্য অঙ্গীকার
অজিত কুমার কর


শাওন এলেই আসবে তুমি বলেছিলে এই কথা
তোমার জবান নিপাট সত্য হবে নাকো অন্যথা।
আশায় আশায় কাটছিল দিন তোমার ছবি আঁকছি রোজ
জরুরী এক কাজেও তখন ছিল ভীষণ ব্যস্ততা।


আষাঢ়মাসের বিদায়লগ্ন ভেসে গেল বৃষ্টিতে
কেমন করে আসবে তুমি এমন অনাসৃষ্টিতে।
বেলা যত বাড়তে থাকে বেড়েই চলে ঝড়ের বেগ
পাখপাখালির করুণ দশা পড়ছে কেবল দৃষ্টিতে।


আমার দশাও তথৈবচ কিন্ত দেখার কেউ তো নেই
সমস্ত দোষ দিয়ে দিলাম কালনাগিনী ঝঞ্ঝাকেই।
পয়লা শ্রাবণ জলে তলায় পানকৌড়ির মহোল্লাস
কেন এমন বাধাবিঘ্ন তোমার আমার ইচ্ছাতেই।


ঝড়বৃষ্টি থামল যখন রাত্রি তখন দ্বিপ্রহর
ঘুম আসেনি জেগেই আছি ভারাক্রান্ত এ অন্তর।
কথার খেলাপ হল তোমার যদিও নয় স্ব-ইচ্ছায়
সূর্য ওঠার সাথেসাথেই অরুণ-আলোয় ভরল ঘর।


তুমি আসছ তাই কী এমন মনভোলানো সূর্যোদয়
প্রমাণিত হল আবার তোমার জবান মিথ্যা নয়।
কোথায় বসতে দেব তোমায়, পেতে দিলাম তালচাটাই
সত্যপথের পথিক যারা তাদের হবে হবেই জয়।


© অজিত কুমার কর