নিরাপদ আশ্রয়
অজিত কুমার কর

জন্ম সবার মা'র জঠরে
কত কষ্ট মা'র,
একটু একটু বাড়ে সবাই
পরম যত্নে তাঁর।

পিতামাতা ছেলেমেয়ের
সর্বদা সুখ চায়,
শিশুরাও সঙ্গ পেলে
দারুণ মজা পায়।

জন্মদাতা পিতামাতা
আছে নাড়ির টান,
মায়ের বক্ষসুধা পেলে
জুড়ায় শিশুর প্রাণ।

আপন জীবন তুচ্ছ করে
মা-বাপ বাড়ায় হাত,
শিশুর অসুখবিসুখ হলেই
নিদ্রাবিহীন রাত।

পিতামাতা শিশুর কাছে
বিশ্বসেরা ধন,
ওদের ছত্রছায়ায় শিশুর
প্রফুল্ল রয় মন।

© অজিত কুমার কর