নিষেধাজ্ঞা মানব না
অজিত কুমার কর


যতই বিধি আরোপ কর কোনওকিছুই মানব না
চলব আমি ইচ্ছামতো একটি কথাও শুনব না।
আমি হলেন শিবের বাহন বাধা দেবার তোমরা কে
মানব কেবল প্রভুর হুকুম ব্যস্ততাতেও খোঁজ রাখে।


আমি যখন হাঁটি পথে আগাম বলি তফাত যাও
গোঁয়ার্তুমি করার জন্য অবাধ্যতায় গুঁতোই খাও।
শিক্ষাদীক্ষার বড়ই অভাব ডেকে আন বিপর্যয়
মন্ত্রী গেলে তখন রাস্তা কয়েকঘন্টা বন্ধ রয়।


খিদে পেলেই ভাঙব বেড়া বোঝো নাকি সেই জ্বালা?
ক্ষিপ্ত হয়ে আসতে দেখি হাতে মোটা ডালপালা।
দাবি আদাই করতে ভাঙো যখনতখন ব্যারিকেড
ঠ্যাঙানি খাও, হাড়ও ভাঙে, ভরাও হাসপাতালের বেড।


এই পৃথিবীর ধন-সম্পদ কোনও প্রাণীর নয় একার
তোমরা ভাব, সব তোমাদের, কেন মিথ্যা অহংকার?
পোষা গাভী, বলদকে দাও খাবারদাবার রোজ কত
আর আমাদের দেবার বেলায় দেখাও অনাদর যত।


নীলষষ্ঠীর ব্রত করে ডাবের জল আর দুধ ঢালো
আর উপোষী রই আমরা এটা মোটেও নয় ভালো।
মোটা মোটা পুঁথি পড়েও কোথায় সহমর্মিতা
পড় পড়, আরও পড় গীতা-মনুসংহিতা।


© অজিত কুমার কর