নিশীথে অনন্যা
অজিত কুমার কর

সহজ যাতায়াতের হেতু
তৈরি হলো পদ্মা-সেতু।
বৈদ্যুতিক ট্রেন, চলবে গাড়ি
পৌঁছে যাবে তাড়াতাড়ি।

দীর্ঘদিনের স্বপ্নপূরণ
সময়ও কম লাগবে এখন।
এশিয়াতে দ্বিতীয় স্থান
বাংলাদেশের কত সম্মান।

অগ্রগতির সোপান এটি
জাতির পিতার যোগ্য বেটি।
গভীরে রাতে অনন্য রূপ
ক্লান্ত শহর তখন তো চুপ।

আলোকোজ্জ্বল প্রতিচ্ছবি
মিলিয়ে যাবে উঠলে রবি।
পদ্মা ছোটে সাগর-পানে
মোহন আবেশ মনে প্রাণে

লক্ষ পরি নেচে বেড়ায়
জাগ্রত যে সে-ই দেখা পায়।
পদ্মা নদী সঙ্গী পেল
এতদিন পর নাগর এল।

© অজিত কুমার কর