*
    হাজার পাখি উঠল ডাকি একসাথে যখন
        শুকনো গাছে এ কী রূপের হাট!
   আমার ছুটি চমকে উঠি পাখনা মেলে মন
       আকাশ নীলে ওই তো খোলা মাঠ।
ব্যথায় ভরে শূন্য ঘরে কাটাই বেলা কেমন করে
           বন্দিদশা ঘুচবে কবে আর
আজি ওদের সঙ্গী হয়ে মেলবো ডানা নীল বলয়ে
      ভাঙবো বেড়া মানবো নাকো হার।


    সকাল থেকে মায়ের কথা পড়ছে মনে আজ
          সেদিন সাঁঝে একাই গেল চলে,
       চরণ ছুঁয়ে প্রণাম করি অঙ্গে নব সাজ
            নয়ন দুটি ভরা তপ্ত জলে।
    যে সম্পদে ছিলেম ধনী বিশ্বসেরা রত্ন মণি
          হারিয়ে গেল এক নিমেষে সব,
আপন বলে কেউ তো নাই চাইলে কি তা ফেরত পাই
          কে ফিরে পায় হারানো বৈভব।