নির্ভরতার প্রতীক বাবা
অজিত কুমার কর


একটি বর্ণ লিখছি দুবার তার পাশে আ-কার
ওখানেই পাই নির্ভরতা ভয় লাগে না আর।
প-বর্গের বর্ণ সে'টি ব-তার উচ্চারণ  
জন্মদাতা বাবাই জোগায় সাহস অণুক্ষণ।


যত আবদার মেটায় বাবা বললে এনে দেয়
কখনও বা এনে দিতে একটু সময় নেয়।
ঠাকুরদেখা কাঁধে চড়েই মেলার ভিড়েও তাই
ভিড়ে চিড়েচ্যাপ্টা বাবা আমার বিপদ নাই।


বাবার সকাল ভোর পাঁচটায় চাষের কত কাজ
ছেলেমেয়ের প্রতি বাবা সর্বদা দরাজ।
কত কষ্ট সহ্য করে একাই করে চাষ
নানারকম শাকসবজি ফলায় বারোমাস।


পরীক্ষাতে সফল হলে বলবে চমৎকার
নম্বর কম পেলেও বাবার পাইনি তিরস্কার।
দুঃখ-শোকে ঋজু দেহ লুকোয় অশ্রুজল
কিন্ত খুশি ভাগ করে নেয় হাসিতে উচ্ছল।


অমন বাবা চাইছি আবার ফের যদি জন্মাই
বাবার পাশে জন্মদাত্রী মা-কেও যেন পাই।
ওরা দুজন কেউ আজ নেই শূন্য আমার ঘর
আমি বড়ই ন্যাওটা ছিলাম, মায়ের অনুচর।


© অজিত কুমার কর