#            নৈসর্গিক পরিবেশ
              অজিত কুমার কর


   ইচ্ছে করে না যেতে ঝিলপাড় ছেড়ে
'তাই হোক', বলে দিল সাথি মাথা নেড়ে।
  পলাশ যেমন রাঙা তেমনি রঙিন ডাঙা
     রংমাখা ঝরাপাতা মন নিল কেড়ে
   ইচ্ছে করে না যেতে ঝিলপাড় ছেড়ে।


    নিভেনি দিনের আলো এখন গোধূলি
আলো আর সাদা মেঘে চলে কোলাকুলি।
রং মাখে মেঘ সাদা কেবা ওরে দেবে বাধা
   রাখালিয়া বাঁশি নেই, নেই পথে ধূলি
   নিভেনি দিনের আলো এখন গোধূলি।


   শাপলা ফুটেছে ঝিলে ওই দেখা যায়
   চলো যাই ওই দিকে ঝিল-কিনারায়।
এ সময় মৃগ আসে থাকে ওরা আশেপাশে
     একথা শুনেই সখী মুখপানে চায়
    শাপলা ফুটেছে কত ওই দেখা যায়।


  যেয়ো না ওদিকে আর, বসো এইখানে
   থামে না এগিয়ে যায় সবুজের টানে।
  এবার টনক নড়ে ঝোপ কেন নড়েচড়ে
   আর দেরি করেনি ও', এলো আহ্বানে
  যেয়ো না ওদিকে আর, বসো এইখানে।