তকতকে বেশ, কে করে সব কাজ
পৌঁছে যাবার আগেই দেখি শেষ
ভোর ছ’টাতে মালা গেঁথে রোজ এখানে আসি
ব্যায়াম, ছোটা,প্রাতর্ভ্রমণ, কত ফুলের হাসি।


বিহঙ্গরা ছাড়ে তখন নীড়
স্নিগ্ধ শীতল প্রভাতবায়ু বয়
শিউলি ঝরে গন্ধ ছড়ায় রক্তজবা ফোটে
নীল নীলিমায় নদীর পারে সূর্য তখন ওঠে।


কে করে কাজ জানার ইচ্ছে খুব
কখন কোথায় সেজন চলে যায়
তাইতো সেদিন চুপিসারে পৌঁছি গভীর রাতে
লাল চেলিতে কাজলা মেয়ে স্বর্ণঝাড়ু হাতে।


পা-টি টিপে এগোই কাছে তার
‘আমারে দাও সুযোগ একটিবার’
শুনেই বলে ‘চাঁদবদনি আয় রে আমার কোলে’
এক পলকে অন্ধকারে কোথায় গেল চলে।