ওদের লাগে না শীত
অজিত কুমার কর


গরিব দুঃখীর গায়েই যত শীত
গরম পোশাক সকল ধনীর গায়ে
শীতকে ওরা ভালোবাসে, এদের বিপরীত
হাজার হাজার এমন দৃশ্য দেখবে ডাইনে বাঁয়ে।


একখানা চট কিংবা কাঁথা তাও কি সবার জোটে?
আগুন জ্বেলেই ঠান্ডা ভাগায় রাত্রিতে নেই রবি
বাবু বিবি আচ্ছাদিত লেপ-সোয়েটার-কোটে
ভিখারিরা কাঁপছে কোথায় দেখলে তুলবে ছবি!

যতবার মুখ দেখায় স্ক্রিনে ফ্যাশানে ওস্তাদ
দেশের অর্থে চটকদারি বললে করে ফোঁস
এক ছোবলেই গঙ্গাপ্রাপ্তি জীবনটা বরবাদ
ওদের বেয়াদপি দেখে ট্যাঁ-ফোঁ করাও দোষ।


যা বলে তার  উলটো করে এটাই তো রাজনীতি
কোনো ডিগ্রী লাগে না তাই দেশের মন্ত্রী হতে
টাকা দিয়ে ভোট কিনে নেয় ওতেই পরিচিতি
ফৌজদারি কেস ঝুলছে গলায় তবুও চেঁচায় পথে।

ওই সকল কেস রইবে ঝুলে হবে না ফয়সালা
কারা যে কল কাঠি নাড়ে, থাকে অন্তরালে
খোশমেজাজে দিব্যি আছে আমজনতার জ্বালা
আইন তৈরি ওরাই করে, দুর্নীতি আড়ালে।