কোথাও দেখি গাছের গায়ে হাজার পেরেক পোতা
এমন দৃশ্য পড়বে চোখে এ' দেশ ছাড়া কোথা!
প্রযুক্তির এক পিঠস্থানে গাছের নামটি লেখা
বাকলে নয় কাগজ 'পরে গেলেই যাবে দেখা।


পেরেক দিয়ে সাঁটায়নি তা শক্ত সুতোয় বাঁধা
শুনে আমার চমক লাগে ডাল ছাঁটাতেও বাধা।
পথের মাঝে গাছ দাঁড়িয়ে সকলে যায় ঘুরে
প্রতিবাদে হয় না মুখর অভিযোগের সুরে।


চরে বেড়ায় স্বাধীনভাবে কুকুর ছাড়াও গরু
সবুজায়ন চতুর্দিকে পথের পাশে তরু।
পঞ্চবটী বন দেখিনি সে সাধ হেথায় মেটে
সকাল-বিকেল ঘুরে ঘুরে সময়টা যায় কেটে।


গাছকে যদি ভালোবাসি তবেই র'বো সুখে
প্রতিষেধক জোগায় তরু ফোটায় হাসি মুখে।
গাছের আছে কান্না হাসি গাছের লাগে ব্যথা
বুদ্ধিমান সব দ্বিপদ প্রাণীর এটা জানার কথা।