অগ্নিমূল্য
অজিত কুমার কর


প্রদাহ অসহনীয় ক্রমবর্ধমান
নিষ্কৃতির পথ কোথা সন্ধানে বিফল
বাজারে গেলেই হয় ওষ্ঠাগত প্রাণ
যেন বহ্নিমান চিতা হৃদয়-অনল।


নিয়েছি দু'আঁটি শাক আর কচু ডাঁটা
কী করে দেখাবো মুখ আমি অসহায়
গৃহিণীর প্রতিক্রিয়া হাতে খ্যাংরা ঝাঁটা
ক্রোধ তাঁর ঊর্ধ্বমুখী বুঝি জান যায়।


হাজার টাকায় গ্যাস ছ্যাঁকা দেয় আলু
বিনামূল্যে মেলে শুধু জল ও বাতাস
সূর্যের প্রখর তাপে ফাটে ব্রহ্মতালু
আমি যে অনন্যোপায় ফেলি দীর্ঘশ্বাস।


সুরাহার আশা ক্ষীণ মরণ নিশ্চয়
নেতারা ধান্দায় ব্যস্ত তাই বিপর্যয়।


© অজিত কুমার কর