*
‌  উত্তরায়ণ শুরু হয়ে গেছে পৌষের মাঝামাঝি
শীতের প্রকোপ বাড়ছে তবুও রোদে বসে ভাবি আজি।
         ‌‌‌      ঠান্ডা বাতাস ধরায় কাঁপন
             তপনের তাপ কোথায় তেমন
   একটু ওমের জন্য আমি দূরে যেতে নই রাজি।


রাতের আঁধার কাটেনি তখনো ভোলা পুষি আছে শুয়ে
শিউলি হিজল ঝরে পড়ে ভোরে টুপটুপ করে ভুঁয়ে।
                বাতাসে ছড়ায় পরিমল তার
                সেতারের তারে মৃদু ঝংকার
রাতের শিশিরে মাধবীলতার শাখাগুলো গেছে নুয়ে।


  মরশুমি ফুল মেলেছে পসরা নানা রঙে রঙ্গোলি
প্রকৃতির দান এমন শীতেও ফুলকলি খেলে হোলি।
           ডালিয়া জিনিয়া গাঁদা কসমস
           ফোটাতে মালিরা খাটে অনলস
প্রজাপতি আসে, গুনগুন করে উড়ে আসে কত অলি।


পাতা খসানোর বার্তা এসেছে দেরি নয় করো ত্বরা
শীত ফুরোলেই সাজবে প্রকৃতি ধরা হবে মনোহরা।
              ফুটবে তখন পলাশ শিমুল
             কৃষ্ণচূড়া ও মোহিনী জারুল
ভরে দেবে মন কোকিলের কুহু, মলয় সুবাস-ভরা।