ঐশ্বর্যময় শীত
অজিত কুমার কর


দক্ষিণায়ণ চলছে এখন উত্তরে তাই শীত
ডিসেম্বরের বাইশের পর গতিপথ বিপরীত।
শীতের দাপট চলতে থাকবে আরো প্রায় দেড় মাস
বসন্তকাল সাজাবে পসরা স্বর্ণালী অবকাশ।


ক্ষেতের ফসল উঠছে খামারে চারিদিকে কত ফুল
মল্লিকা-গাঁদা-ডালিয়া-দোপাটি মাতোয়ারা অলিকুল।
বাজারে এখন টাটকা সবজি কপি-মূলা-বীট-শাক
কেউ একা যায়, কেউ সাথি নিয়ে বিক্রেতাদের হাঁক।


সরষে রয়েছে বাঙালির পা'য় পাখির ডানায় মন
সপ্তাহ শেষে কোথায় বেরোবে ছক কষে সারা ক্ষণ।
নদীমাতৃক দুইটি দেশেই বিস্তৃত বালুচর
বনভোজনের সুন্দর স্থান খোলামেলা পরিসর।


নানা উৎসব শীতকাল জুড়ে নবান্ন বড়দিন
রংবেরঙের পোশাকের রঙে সবার মন রঙিন।
হাঁক দিয়ে যায়, 'মোয়া নেবে নাকি', কাছে এলে দরদাম
প্যাকেটের গায়ে লাল রঙে লেখা জয়নগরের নাম।


মা'র মুখে মধু হাতে কত জাদু পরিপাটি তাঁর কাজ
আজ পুলিপিঠে কালকে পায়েস হৃদয় বড় দরাজ।
নলেন গুড়ের কৌটোটা রাখে সর্বদা ভরপুর
দুবেলাই চাই নইলে চলে না আস্বাদ সুমধুর।


© অজিত কুমার কর