*রোজ-প্রপোজ-ভ্যালেন্টাইন প্রেমের অনুসর্গ
    নেমে আসে ধরার বুকে সুরভিময় স্বর্গ।
              অচেনা হয় চেনা
              হৃদয় লেনাদেনা
    ‘ওঁ নমঃ শিবায়’ বলে-  শ্রীচরণে অর্ঘ্য।


       কৃষ্ণাচতুর্দশী তিথি পুণ্য শিবরাত্রি
     দলে দলে নরনারী তীর্থে অভিযাত্রী।
               রঙ্গিণী  ফাল্গুনে
             স্বর্ণালি জাল বুনে
ব্যস্ত থাকে আরাধনায় নাছোড় পাত্রপাত্রী।


ফাগুন মাসের হাল্কা শীতে আসছে একে একে
চলছে উপোষ ওদের সবার গত রাত্রি থেকে।
               গোপন ইচ্ছা যত
              জানাবে, তাই ব্রত
পুরুতঠাকুর কখন আসে, পূজার লগ্ন দেখে।


    অতি অল্পে তুষ্ট গিরিশ তুষ্ট করেন সবে
তাইতো তিনি দেবাদিদেব আসেন নেমে ভবে।
              ডাকলে দেবে সাড়া
               সর্বদা কান খাড়া
  কৃপা হতে বঞ্চিত তার, কে হয়েছে কবে।