কেমন ক’রে হ’লো রে তোর
টুকটুকে লাল ঠোঁট
কী লাগিয়ে করলি এমন
দু’কোট না এক কোট ।


রঞ্জনী তো অনেক দামি
সাধ্য অতি কম
প্রকৃতি মা’র সাহায্য নিই
বিলাসে অক্ষম।


খয়ের দিয়ে পান খেয়েছি
তাতেই এমন লাল
গাঁয়েগঞ্জে সাবেক প্রথা
চলছে চিরকাল।


রং লাগালে হয় গাঢ় লাল
নয়তো সবুজ নীল
নানান রঙে ওষ্ঠ রাঙাস
ছোঁ মারে তাই চিল।