পদলেহী জীব


এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ
আখের গোছাতে অনেকেই তৎপর
বাঁকা শিরদাঁড়া তোষামুদে অনুচর
কর্তাভজারা কাজ করে সুনিপুণ।


প্রভুর কথাতে দ্বিধাহীনচিতে সায়
সত্য মিথ্যা বোঝা নিষ্প্রয়োজন
পথভিখারিও হয় না নীচ এমন
দুয়ারে দুয়ারে যদিও ভিক্ষা চায়।


পরাধীন দেশে পা-চাটা কুত্তা ছিল
অর্থের লোভে করেছে দেশের ক্ষতি
গোপন তথ্য জানালে পদোন্নতি
দেশের শত্রু সেই সুযোগটা নিল।


স্বাধীন দেশেও ওদের অভাব নেই
পদলেহীদের বীজ আছে ধমনীতে
চাটা অভ্যাস কেবল আপন হিতে
এমন দৃশ্য চোখে ঠিক পড়বেই।


আপন সত্তা সহজে জলাঞ্জলি
মানুষ হয়েও কেন এত বোধহীন
ওদের জন্য দেশে আজ দুর্দিন
সাধারণ লোক পক্ষপাতের বলি।


@অজিত কুমার কর