পদ্মপাতায় ঝিকিরমিকির
অজিত কুমার কর


পদ্মপাতায় ঝিকিরমিকির দিনের প্রথম রোদ্দুরে
নড়নচড়ন একটুও নেই গঙ্গাফড়িং সেঁকছে গা
কুঁড়ির ওপর আর কেউ নেই দুলছে হাওয়ায় ঠান্ডা পা
রাতের শিশির পাখনাতে তাঁর শীতল সমীর উত্তুরে।


ফাল্গুন মাস কাটবে কেমন শীতের বিদায়, বসন্ত
ফুটবে পলাশ-শিমুল-অশোক-জারুল-কুসুম অরণ্যে
বাতাসের দিক বদল এবার শ্যামলবরন ও কন্যে
বসন্তকাল মাত্র দুমাস তাইতো রঙিন দিগন্ত।


আর কেন রও ঘরের ভিতর বন্দিজীবন চৌকাঠে
দাও খুলে দাও মন বাতায়ন উড়ছে ভ্রমর মউবনে
দাউ দাউ দাউ জ্বলছে আগুন নিভবে সোহাগ-বর্ষণে
অষ্ট প্রহর পল অনুপল নিঃসঙ্গতায় দিন কাটে।


যমুনার জল ছলাৎ ছলাৎ নোঙরবিহীন সাম্পানে
তোমার আসন শূন্য এখন বাজবে কখন শিঞ্জিনী
কান পেতে রই শুনব কখন সোনার কাঁকন কিঙ্কিণি
গোধূলির রং মিলিয়ে গেলেই তারার ঝিলিক আশমানে।


সন্ধ্যাতারার ওপরেই চাঁদ সরলরেখায় জুপিটার
কপালের টিপ বিদায়ী সূর্য চক্ষে আমার ভাসমান
বংশীধারীর বংশীবাদন শোনার জন্য পাত কান
এবার বিলীন সবটুকু রং কম্পিত সব বীণা-তার।


© অজিত কুমার কর