পাহাড়প্রমাণ দুর্নীতি
অজিত কুমার কর


দুর্নীতির বেড়াজালে জড়িত শাসক
যা ইচ্ছা তা করে ওরা লাজলজ্জাহীন
বেদনা নির্যাতিতার মুক্ত যে ধর্ষক
বিপর্যয়-আশঙ্কায় কাটে নিশিদিন।


জমি গাড়ি ভূরিভূরি এই ধরাধামে
টাকার পাহাড় ঘরে কীভাবে অর্জিত?
অসঙ্গতিপূর্ণ সব স্বনামে বেনামে
দেখে চোখ ছানাবড়া দুষ্কর্ম, গর্হিত।


ক্ষমতাসীনের দলে ভিড় দুর্জনের
আধুনিক অস্ত্র হাতে উদ্দেশ্য হাসিল
বশ্যতা অর্থের কাছে গোছায় আখের
ন্যায়নীতি জলাঞ্জলি সজ্জন অমিল।


যেনতেনপ্রকারেন ক্ষমতা দখল
ঘোড়া বেচাকেনা চলে লক্ষ্য সিংহাসন
তারামার্কা লজে বাস অর্থ দেবে দল
লক্ষ নয়, কোটি কোটি বাজার এমন।


পঁচিশ-তিরিশ লাখে দিয়েছে চাকুরি
কোথায় ঢুকেছে অর্থ জনগণ জানে
পদাধিকারীরা পেল, শিক্ষকতা চুরি!
চোর-চোর-চোর ধ্বনি ঢোকেনি কি কানে?


© অজিত কুমার কর