পাখি উড়াল দিল আজই


সূর্য তুমি আগুন ঝরাও কেন
খাঁচার পাখি উড়াল দিল আজই
মেঘবালিকা তুমিও যে মৌন রয়ে গেলে
পারলে না তো এক পশলা বৃষ্টি দিতে ঢেলে
ঠান্ডা রাখতে তুমিই পার করলে না সেই কাজই।


নিরবতা গ্রাস করেছে বাড়ি
এ ঘর এখন শূন্য একেবারে
আঙিনাতে এখনো তাঁর চরণচিহ্ন আঁকা
পাখি ছাড়া ঘর ও বাহির ভীষণ রকম ফাঁকা
উড়ুক উড়ুক ইচ্ছেমতো উড়ুক অন্য পারে।


নিষ্প্রভ বেশ সকল তারার আলো
ও চাঁদ তুমি জ্যোৎস্না দিয়ো রাতে
কেমন করে রইবে একা তখন আলো ছাড়া
ঊর্ধ্বপানে চেয়ে ও যে হবে আত্মহারা
ভুলো না চাঁদ দেখ কিন্তু কষ্ট না হয় যাতে।


রৌদ্রতাপে জীবন ওষ্ঠাগত
বাতাস তুমি ঠান্ডা হয়ে যেয়ো
তা না হলে গরমে ওর ভীষণ কষ্ট হবে
যায়নি বলে, জানি না তাই ফিরবে আবার কবে
পারলে তুমি সামনে পাখির প্রেমেরই গান গেয়ো।


@অজিত কুমার কর