পরাক্রমী মাতৃভাষা
অজিত কুমার কর


ফাগুন এলেই আসে বসন্ত রবি হয় তেজিয়ান
রঙের প্লাবন শিমুল-পলাশে কোকিলের কুহুতান।
দাবি আদায়ের প্রস্তুতি সারা জনতা শান্তশীল
হিংস্রতা নেই, নিরস্ত্র সব এগোয় মহামিছিল।


বাংলা ভাষার মানমর্যাদা রক্ষা করার দায়
এই পৃথিবীর সব বাঙালির নেই কেউ দোটানায়।
তাই নির্ভয়, নেই সংশয় হবে সত্যের জয়
বিরূপ আভাস দেয়নি বাতাস, হঠাৎ বিপর্যয়।


শাসকশ্রেণির ভিন্ন চিন্তা তাঁরা তো শক্তিধর
প্রকাশ করল প্রতিশোধ স্পৃহা গুলি ছোঁড়ে পরপর।
রফিক-সালাম হল ধরাশায়ী সফিউর জব্বার
এমন নির্মমতার চিত্র ধরণি দেখেনি আর।


ভোলেনি বাঙালি ছিল পুঞ্জিত ঘটল বিস্ফোরণ
মুক্তিযুদ্ধে পাক সেনানীর আত্মসমর্পণ।
কান্ডারি ওই বাংলা ভাষাই স্বাধীনতা পেল দেশ
রক্ত ঝরেছে, লুট সম্ভ্রম, নিপীড়ন নিঃশেষ।


মাতৃভাষার ক্ষমতা অসীম বাধা ভেঙে চৌচির
বন্দিত তাই ধারকের কাছে দৃঢ় উন্নত শির।
একুশের স্মৃতি সাম্যের গীতি আমরা তো ভাই ভাই
পৃথিবীর বুকে মাতৃভাষার সমতুল কিছু নাই।


© অজিত কুমার কর