শ্যামাপূজা রাতে শেষ প্রতিপদ শুরু
বোঁটা থেকে শেফালিকা ঝরে ঝুরু ঝুরু।
ভোরে হয় ধেনুপূজা নব চাঁদ দেখে
চেয়ে রয় শুকতারা হাসিটুকু মেখে।
আঁকা হয় কুঁড়েঘর, লাঙলের ফলা
আখ পান সুপারির সাথে থাকে কলা।
কাড়াকাড়ি ভাইবোনে কার ভাগে কটা
পূজা হয় ঘরে ঘরে থাকে নাকো ঘটা।


ধা রে মশা ধেয়ে যা রে নল বনে ঢোক
মশালের আগুনেই আঁধি দূর হোক।
শিশুমনে দাগ কাটে না হয় বিলীন
ক্ষণে ক্ষণে বেজে ওঠে মধু সুরে বীন।
মুছে যেন নাহি যায় পুরাতন ধারা
বয়ে যাক কুলুকুলু দায় নব যারা।