*                পথনির্দেশ
               অজিত কুমার কর


  আসতে তোমার কষ্ট হবে পথটা ভীষণ সরু
কুকুর ঢোকে কোনোক্রমে থমকে দাঁড়ায় গরু।
পথটা কিন্তু লম্বা অনেক ডালপালা দুই দিকে
থামবে তুমি দেখতে পেলে ঝাঁকড়া কামিনীকে।


পথের পাশে লাল করবী বাঁশের বেড়ার গায়ে
ছোট্টো একটা খোড়োবাড়ি দেখতে পাবে বাঁয়ে।
ওইখানেতে থাকি আমিআর থাকে এক পুষি
  সময় কাটে বাগান নিয়ে দুজনেই বেশ খুশি।


    শুনতে পাবে যদি আসো সন্ধ্যাবেলা তুমি
ঘাসের ভিতর ঝিঁঝিঁপোকার মন্দিরা ঝুমঝুমি।
পথবাতি নেই এখানে জোনাক জ্বালায় বাতি
তুলসী গাছে জটলা পাকায় যতই বাড়ে রাতি।


নিশানাটা জানিয়ে দিলাম যখন খুশি এসো
আজই কিন্তু এসে যাবে দূর গাঁ থেকে মেসো।
মজার মজার গল্প বলে একহাত লম্বা দাড়ি
চলে যাবে দু'দিন পরে মেসো মেয়ের বাড়ি।