তোমায় দেখে চিত্তে আমার জেগেছে প্রত্যয়
শ্রমের কোনও বিকল্প নেই করি না ব্যত্যয়।
বাবার সাথে বেরোই আমি জানি বাড়ির খোঁজ
তাজা খবর পৌঁছাতে যাই সকালবেলা রোজ।


মায়ের কাছে পড়তে বসি কাছেপিঠেই থাকি
কখন লাগি মায়ের কাজে দিই না কভু ফাঁকি।
নয়ন জুড়ে স্বপ্ন কত লক্ষ্য আমার স্থির
তোমায় দেখে এগিয়ে যাই বিপত্তি চৌচির।


তুমিই রাতের ধ্রুবতারা দিনের দৃপ্ত রবি
সদাই আমার চক্ষে ভাসে তোমার প্রতিচ্ছবি।