*
মজার মজার ছড়া লিখি জালেই পচে মরে
   কাব্য কথা ছাপবে কেবা বিশ্বচরাচরে।
           আমরা হলাম গ্রাম্য কবি
           আপন মনে আঁকছি ছবি
নেতা কিংবা মন্ত্রী হলে ছাপতো সমাদরে।
পাঠশালাতে পাঠ্য হ'তো পড়তো সমস্বরে।


কচিকাঁচার প্রশংসা পাই ওতেই তুষ্ট থাকি
লেখনি তাই সচল রাখি লিখছি টুকিটাকি।
        আমার মতো অনেক আছে
         এদের লেখা কে বা বাছে
  গাঁটের পয়সা খরচ করে শখ মিটিয়ে রাখি
অনেক কবি করছে এমন কেনই বা রই বাকি।


   ভাবতে খুবই কষ্ট লাগে কেন এমন খেলা
জীবনের আর ক'দিন বাকি, ফুরিয়ে এল বেলা।
            নিরন্নদের কথা লিখি
           এর সুবাদে কত শিখি
   শহর-কবি প্রাধান্য পায় ব্রাত্য থাকে জেলা
ডাক আসে না একটিবারও যখন বসে মেলা।


সর্বক্ষেত্রে স্বজনপোষণ এটাই এখন রীতি
ঢক্কানিনাদ কানে আসে পুরোটা দুর্নীতি।
          নিরপেক্ষ হয় না বিচার
         ইচ্ছাও নেই তুচ্ছ ব্যাপার
লেজুড় হয়ে রইলে জোটে বিশেষ পরিচিতি
  শ্রী বা ভূষণ কিছু অর্থ সরকারি স্বীকৃতি।