দেশপ্রেমিক নেতাজি সুভাষ
অজিত কুমার কর


অসমসাহসী সুভাষচন্দ্র বসু
কীভাবে আসবে স্বদেশের স্বাধীনতা
এই চিন্তায় নিমগ্ন দিবানিশি
কোন পন্থায় এই নিয়ে ব্যাকুলতা।


গান্ধির পথ অহিংস পুরোপুরি
সহমত নয়, সশস্ত্র সংগ্রাম
রক্ত দিলেই, নেতার অঙ্গীকার
স্বাধীনতা দেবো, পূরবে মনস্কাম।


স্বদেশের প্রতি অনুরাগ চিরদিন
বর্বরতায় অতিষ্ঠ জনগণ
ইংরেজদের হটানো সহজ নয়
নেতাজি জানতো জনতা জনার্দন।


তাঁর আহ্বানে তাই সবে আগুয়ান
ভারতজুড়েই সশস্ত্র বিপ্লব
স্বাধীনতা এল দীর্ঘ দিনের পর
প্রচুর রক্তে অর্জিত গৌরব।


এমন মানব এখনো নিরূদ্দেশ!
সঠিক তথ্য গচ্ছিত সিন্দুকে
সত্য প্রকাশে কেন এত গড়িমসি
পুঞ্জিত ব্যথা ভারতবাসীর বুকে।


নয় অগ্রণী এদেশের সরকার
জানার জন্য সকলেই উদগ্রীব
কেন বঞ্চিত আপামর জনগণ?
তবে কী ভাববো ওরা সকলেই ক্লীব!


© অজিত কুমার কর