পেশা আর নেশা
অজিত কুমার কর


নীল সাগরের বুকে ভাসাই তরণি
যদি জালে ধরা পড়ে রূপালি ইলিশ
তবে শ্রম সার্থক কষ্ট ভ্যানিস
নৌকা ভরলে মাছে ফিরব তখনি।


ঝিরিঝিরি বৃষ্টিতে আসে মোহনায়
আকাশে জমেছে মেঘ ঝিমকালো বেশ
বৃষ্টি নামবে অনুকূল পরিবেশ
প্রহর কাটছে বসে আশায় আশায়।


জাল তো পাতাই আছে সদয় কখন
দশজোড়া চোখ ভাসে সাগরের জলে
কামনা বাসনা শুধু, 'আয় দলে দলে'
ঢেউ দেখে বোঝা যায় শুভ আগমন।


গোটাও গোটাও জাল খুশির ঝিলিক
টানতে সময় লাগে বৃষ্টির ছাট
আমরা তৈরি আছি বেঁধে আটঘাট
যত বেশি মাছ পড়ে টান ততোধিক।


পেশা আর নেশা দুই, আমরা ধীবর
জলেই জীবন কাটে ঘরে বসে নয়
জীবিকার প্রয়োজনে ভয় করি জয়
পৃথিবীতে কেউ নয় অবিনশ্বর।


© অজিত কুমার কর